HS Results 2021 – Check result on wbresults.nic.in, WBCHSE 12th Result

Maharashtra SSC Results 2021West Bengal Council of Higher Secondary Education Examination -2021 Result was published on Today, the 22nd July, 2021 at 4.00 PM

HS Results 2021: আজ প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। দুপুর তিনটেয় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এক ঘণ্টা পর থেকে wbresults.nic.in-সহ একাধিক ওয়েবসাইট রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা।

করোনাভাইরাস পরিস্থিতিতে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হয়েছে। তাই এবার কোনও মেধাতালিকা প্রকাশ করবে না সংসদ। গতবারও শেষ তিনদিনের পরীক্ষা না হওয়ায় মেধাতালিকা প্রকাশ করা হয়নি। পাশাপাশি সংসদের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১১ টা থেকে স্কুলগুলি সংসদের নির্দিষ্ট ক্যাম্প থেকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং অন্যান্য নথি সংগ্রহ করতে পারবে। করোনা সুরক্ষাবিধি মেনে যা স্কুল থেকে অভিভাবক এবং পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে।

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। বিকেল চারটে থেকে ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।

পরিসংখ্যানে উচ্চ মাধ্যমিক :

  • ৮,১৯,২০২ জন রেজিস্ট্রেশন করেছিলেন।
  • এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ। গতবার পাশের হার ছিল ৯০.১৩ শতাংশ।
  • ছেলেদের পাশের হার ৯৭.৭ শতাংশ। মেয়েদের পাশের হার প্রায় সমান।
  • মুসলিম প্রার্থীদের পাশের হার ৯৭.৪৬ শতাংশ। তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের পাশের হার ৯৭.৩৩ শতাংশ।
  • প্রথম ডিভিশন পেয়েছেন ৩,১৯,৩২৭ লাখ পরীক্ষার্থী।
  • প্রথম দশে আছেন ৮৬ জন।
  • সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯। সংসদের সভাপতি জানিয়েছেন, এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন মুসলিম ছাত্রী। যা সম্ভবত ইতিহাস। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। তবে তাঁকে প্রথম স্থানাধিকারী বলেননি সংসদ সভাপতি।

কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?

১) wbresults.nic.in

২) www.exametc.com

৩) www.results.shiksha

৪) www.indiaresults.com

HS Results 2021: ওয়েবসাইটে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?

১) wbresults.nic.in সাইটে যেতে হবে।

২) ‘WBCHSE class 12 results’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

৪) ‘Submit’-এ ক্লিক করতে হবে।

৪) স্ক্রিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।

৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।

HS Results 2021 : SMS-এর মাধ্যমে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে?

১) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 56070।

২) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 5676750।

Leave a Comment